গোসলের ফরজ কয়টি ও কী কী সম্পর্কে বিস্তারিত জানুন

ওযুর সঠিক নিয়ম ও ভঙ্গের কারণসমূহপ্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি মানুষের উপর যেকোনো সময় গোসল ফরজ হতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ ফরজ গোসলের সঠিক নিয়ম না জানার কারণে তাদের ফরজ গোসল সঠিক হয়না। তাই আজকে আমরা গোসল ফরজ হওয়ার কারণ, গোসলের ফরজ কয়টি ও কী কী এবং ফরজ গোসলের নিয়মকানুন ও গোসলের শিষ্টাচার সম্পর্কে বিস্তারিত জানবো।
ফরজ গোসলের নিয়মকানুন, গোসল ফরজ হওয়ার কারণ, গোসলের ফরজ কয়টি ও কী কী, ফরজ গোসলের সঠিক নিয়মকানুন, গোসলের শিষ্টাচার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

পেজ সূচিপত্রঃ গোসলের ফরজ সম্পর্কে জানুন

ভূমিকা

"গোসল" আরবি শব্দ। এর অর্থ পুরো শরীর ধোয়া। ইসলামি শরীয়ত মতে, পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধোয়াকে 'গোসল' বলে। গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব ফরজ গোসল করে নেওয়া উচিৎ। কারণ গোসল ফরজ হলে সালাত আদায় করা, কুরআন মাজীদ ধরে কুরআন তেলাওয়াত করা, মসজিদে প্রবেশ ইত্যাদি করা যায় না। তাই সকলের গোসলের ফরজ কয়টি, ফরজ গোসল করা এবং ফরজ গোসলের  নিয়মকানুন সম্পর্কে জানা প্রয়োজন।

গোসল ফরজ হওয়ার কারণ

  • স্বামী-স্ত্রী সহবাস করলে।
  • বীর্যপাত হলে।
  • স্বপ্নদোষ হলে।
  • মেয়েদের মাসিক বন্ধ হলে।
  • সন্তান প্রসবের পর।
  • মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ।

গোসলের ফরজ কয়টি ও কী কী

গোসল ফরজ তিনটি
  • কুলি করা ।
  • নাকে পানি দেওয়া।
  •  সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া (দেহের চুল পরিমাণ জায়গাও যাতে শুকনো না থাকে এমনভাবে)।

ফরজ গোসলের সঠিক নিয়মকানুন

  •  বিসমিল্লাহির রহমানির রহীম বলে গোসল শুরু করা।
  • দুই হাতের কবজি পর্যন্ত ধোঁয়া।
  • কাপড়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে তা ধোঁয়া।
  • বাঁ হাত দিয়ে ভালোভাবে লজ্জাস্থান ধুয়ে নেওয়া। সম্ভব হলে ইস্তিঞ্জা বা প্রসাব করা যাতে সম্পুর্ণ নাপাকি বের হয়ে যায়।
  • ভালোভাবে ওযু করা (পা বাদ দিয়ে )।
  • কুলি করা, নাকে পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে পানি দিয়ে ধোয়া।
  • একটু সরে গিয়ে পা ভালোভাবে ধোয়া।

আরও পড়ূনঃ ওযুর ফরজ কয়টি ও কী কী

গোসলের শিষ্টাচার

  •  উঁচু স্থানে গোসল করা। যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে।
  • পানির অপচয় না করা ।
  • লোকসমাগম হয় এমন স্থানে গোসল না করা।
  • ডান দিক থেকে গোসল শুরু করা।
  • শরীরের বাহ্যিক অঙ্গের চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে ফরজ গোসল হবে না ।
  • নেল পলিশ, সুপার গ্লু বা রং ইত্যাদি শরীরে পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় এমন জিনিস উঠিয়ে পানি পৌছানো, অন্য়থায় গোসল সঠিক হবে না।
  • ফরজ গোসলে পুরুষের দাড়ি ও চুল গোড়াসহ ভালোভাবে ভিজাতে হবে। নারীদের চুল বাধা থাকলে যদি না খুলেই চুলের গোড়ায় পানি পৌছানো যায় তবে খুলার প্রয়োজন নেই। আর যদি চুল খোলা থাকে তবে পুরুষের মতো সম্পুর্ণ চুল ধোয়া ফরজ।

লেখকের মন্তব্য

এই আর্টিকেলে ফরজ গোসলের  নিয়মকানুন, গোসল ফরজ হওয়ার কারণ এবং গোসলের ফরজ কয়টি সহ আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনারা নতুন নতুন তথ্য জানতে পেরেছেন। বন্ধুদের কেউ এসব তথ্য জানাতে শেয়ার করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন